ঢাকা, বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

চোরাইপথে ভারত থেকে কয়লা আনতে গিয়ে দুই তরুণের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে চোরাইপথে ভারত থেকে কয়লা আনতে গিয়ে খায়রুল ইসলাম ও মুখলেস মিয়া নামের দুই তরুণের মৃত্যু হয়েছে। নিহত দুজন তাহিরপুর উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের বাসিন্দা।


স্থানীয়রা জানান, সোমবার (১৮ মার্চ) সন্ধ্যার পর ১০-১২ জনের একটি দল ট্যাকেরঘাট সীমান্তে বিজিবির চোখ ফাঁকি দিয়ে চোরাইপথে কয়লা আনতে যায়। রাত সাড়ে ৯টার দিকে পুরোনো একটি কয়লার গর্তের মধ্যে প্রবেশ করলে অক্সিজেনের অভাবে তিনজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ সময় সঙ্গে থাকা অপর শ্রমিকরা গর্তের ভেতর থেকে তিনজনকে বের করলেও দুজন কয়লার গ্যাসের বিক্রিয়ায় অক্সিজেনের অভাবে ঘটনাস্থলেই মারা যান।


তাহিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, সীমান্তের ওপার থেকে অবৈধভাবে কয়লা আনতে গিয়ে দুই কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ads

Our Facebook Page